২০ রেকর্ডের কারিগরকে রাখতে পারছে না বাংলাদেশ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৯ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সাঁতারের মিশরীয় কোচ সাঈদ ম্যাকডির অধ্যায় শেষ হচ্ছে। আজ বুধবার তিনি ঢাকা থেকে মিশরের উদ্দেশে রওনা হবেন। জানুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও দুই মাস আগেই চলে যাচ্ছেন। 

সাঈদ আসার পর বাংলাদেশের সাঁতারুদের উন্নতি হয়েছিল। সদ্য সমাপ্ত জাতীয় সাঁতারে হয়েছিল বিশটি রেকর্ড। এত রেকর্ড সাম্প্রতিক সময়ে হয়নি। সাঈদের ছোঁয়ায় বদলে গেছে চিত্র। সেই তার বিদায়কে দেশের সাঁতারের জন্য নেতিবাচক মনে করছেন সেরা পুরুষ সাঁতারু সামিউল ইসলাম রাফি, ‘আমি থাইল্যান্ডে উন্নত ট্রেনিং করেছি বিশ্ব সাঁতারের বৃত্তিতে। সেখান থেকে দেশে আসার পর উনার ট্রেনিংয়ে আমার উন্নতি হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানের কোচ। শুধু আমার নয়, আরও সাঁতারুদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছিল। জাতীয় সাঁতারে বিশটি রেকর্ড কখনও আগে হয়নি, এটা তার জন্যই হয়েছিল।

তিনি দীর্ঘমেয়াদে থাকলে সাঁতারের জন্যই ভালো হতো।’ এসএ গেমসে স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা ছিলেন সাঈদের সহকারী কোচ। মিশরীয় কোচকে নিয়ে তার পর্যবেক্ষণ, ‘জাতীয় সাঁতারের ফলাফলই প্রমাণ করে তিনি ভালো মানের কোচ। খেলোয়াড়দের চেয়েও কোচকে ডিসিপ্লিন হতে হয়। এটা খুব কাছ থেকে দেখেছি। কোন দিন কী প্র্যাকটিস শিডিউল, সেটার বাস্তবিক ও টেকনিক্যাল ব্যাখ্যাও তার কাছ থেকে পেয়েছি।’ 

ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনও সাঈদের বিদায়ে ব্যথিত। তিনি বলেন, ‘বাংলাদেশের সাঁতারের জন্য তার খুবই প্রয়োজন ছিল। অল্প সময়ের মধ্যে তিনি সাঁতারু ও বাংলাদেশি কোচদের উন্নয়ন ঘটিয়েছেন।