ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ভারত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে রিশাভ পান্তের দল।
চতুর্থ দিন বিকেলে পরাজয়ের শঙ্কা স্পষ্ট হয়ে উঠলেও পঞ্চম দিনে ব্যাট হাতে ন্যূনতম লড়াইও করতে পারেনি ভারত। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারে স্বাগতিকরা।
গুয়াহাটিতে ভারতীয় ব্যাটারদের সুবিধার উদ্দেশ্যে তৈরি বলেই ধারণা করা হচ্ছিল যে উইকেট, সেখানে উল্টো দাপট দেখায় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ও স্পিনাররা। প্রথম ইনিংসে প্রোটিয়ারা তোলে ৪৮৯ রান। জবাবে ভারত থামে মাত্র ২০১ রানে।
২৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান। এই বিশাল লক্ষ্য তাড়ায় নেমে স্পিনারদের সামনে পুরোপুরি ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ।
সাইমন হারমার একাই নেন ৬ উইকেট। কেশভ মাহারাজ নেন ২টি, সেনুরান মুথুসামি ও মার্কো ইয়ানসেন নেন ১টি করে। ভারতের পক্ষে একমাত্র লড়াই করেন রবীন্দ্র জাদেজা। তার ৫৪ রানের ইনিংস না হলে ১০০ রানের আগেই থেমে যেতে পারত ভারতের ইনিংস।
এ নিয়ে এক বছরের ব্যবধানে ঘরের মাঠে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হলো ভারত। এর আগে গত বছর নিউজিল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। দুবারই দলের দায়িত্বে ছিলেন কোচ গৌতম গম্ভীর।
ইডেনে প্রথম টেস্টে অতিরিক্ত স্পিনিং ট্র্যাক তৈরি করে উল্টো নিজেরাই ফাঁদে পড়ে ভারত। সেখানে চতুর্থ ইনিংসে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অলআউট হয় মাত্র ৯৩ রানে। গুয়াহাটিতে ব্যাটিং উইকেট তৈরি করেও একই ব্যর্থতার পুনরাবৃত্তি হলো।
পঞ্চম দিনের শুরুতে ভারতের রান ছিল ২ উইকেটে ২৭ রান। সাই সুদর্শন (১৪), কুলদিপ যাদব (৫), ধ্রুব জুরেল (২) দ্রুত ফিরলে চাপে পড়ে দল। অধিনায়ক রিশাভ পান্তও করেন মাত্র ১৩ রান। জাদেজা–সুন্দর জুটি ৩৫ রানের প্রতিরোধ গড়লেও তাতে বড় কিছু হয়নি। ওয়াশিংটন সুন্দর আউট হন ১৬ রানে। শেষ দিকে নীতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ সিরাজ শূন্য রানে ফিরলে ভারতীয় ইনিংস গুটিয়ে যায়।
