
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হয়েছে নিলাম। এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে।
নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার তাওহীদ হৃদয়। ৯২ লাখ টাকায় তাকে দলে টেনেছে রংপুর রাইডার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। নিলাম থেকে ৫৫ হাজার ডলারে তাকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশি মুদ্রায় তার দাম ৬৭ লাখ টাকা।
নিলাম দ্বিতীয় নামটি ওঠে লিটন দাসের। শনিবার (২৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝড়ো ফিফটি করেছিলেন এই ওপেনার। আলোচনা হচ্ছিল, নিলামে লিটনকে নিয়েই কাড়াকাড়ি হতে পারে। তবে তাকে নিয়ে খুব একটা কাড়াকাড়ি হয়নি। ৭০ লাখ টাকায় টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ককে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের এবারের নিলামে তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার লিটন।
স্থানীয় ক্রিকেটারদের জন্য নিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। ১২ ক্রিকেটার নিতে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। ৩ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে তাঁরা। এর মধ্যে প্রথম ডাকে মোহাম্মদ নাঈমকে কিনতেই ১ কোটি ১০ লাখ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্সের খরচ হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা।
আবা/এসআর/২৫