ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড, ব্যাটে ফিফটি তামিমের— সিরিজ জিতলো টাইগাররা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত খেলেই আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে সমতা এনেছিল লিটন দাসের দল। তাই শেষ ম্যাচটি রূপ নেয় সিরিজের নির্ণায়ক লড়াইয়ে। সেখানে ব্যাটিং-বোলিং—দু’দিকে দাপট দেখিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। জবাবে ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন তানজিদ তামিম ও সাইফ হাসান। দুজন মিলে সংগ্রহ করেন ৩৮ রান। ১৪ বলে ১৯ রান করা সাইফ হাসান ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নামা লিটন দাস মাত্র ৭ রান করে দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে দল। তবে তৃতীয় উইকেটে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে সেই বিপর্যয় সামলে দলকে জয়ের পথে নিয়ে যান তামিম।
দিনটির সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স উপহার দেন তানজিদ তামিম। ফিল্ডিংয়ে একাই ৫টি ক্যাচ নিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বাধিক ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়েন তিনি। এরপর ব্যাট হাতে করেন ৩৬ বলে অপরাজিত ৫৫ রান। পারভেজ ইমনও অপরাজিত ছিলেন ২৬ বলে ৩৩ রানে।
এর আগে বোলিংয়ে মেহেদী হাসানের প্রথম ওভারে ১৩ রান দিলেও শরিফুল, মুস্তাফিজ ও অন্যান্য বোলাররা দ্রুত ম্যাচে ফিরে আসেন। শরিফুল ইসলামের বলে টিম টেক্টর ১৭ রান করে বিদায় নেন। পাঁচ নম্বর ওভারের শেষ বলে হ্যারি টেক্টরের নেওয়া সিঙ্গেলের মাধ্যমে আয়ারল্যান্ড পঞ্চাশে পৌঁছালেও পরের ওভারেই মুস্তাফিজ উইকেট তুলে নেন।
পাওয়ার প্লের শেষ ওভারে অদ্ভুতভাবে আউট হন হ্যারি টেক্টর। রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালানোর পর বল ব্যাটে লেগে ধীরে স্টাম্পের দিকে গেলে পা দিয়ে ঠেকাতে চাইলেও পারেননি—ফলে বোল্ড হন তিনি। ওই ওভারে মুস্তাফিজ মাত্র এক রান দেন। পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫১।
ভালো শুরু সত্ত্বেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর দাঁড় করাতে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিং এক প্রান্ত আগলে রাখলেও লরকান টাকার, কুর্তিস ক্যাম্পারদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। শেষদিকে জজ ডকরেল (১৯) ও গ্যারেথ ডেলানি (১০) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি যথেষ্ট ছিল না।
বাংলাদেশ তাই শেষ ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিজের করে নেয়, আর তামিমের বিশ্বরেকর্ড ও ফিফটি জয়কে আরও উজ্জ্বল করে তোলে।
