জয়সোয়ালের প্রথম সেঞ্চুরি: ভারতের সিরিজ জয়
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২৩:০৩ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

কুইন্টন ডি ককের ঝোড়ো সেঞ্চুরি সত্ত্বেও ভারতের কাছে পাত্তা পেলো না দক্ষিণ আফ্রিকা। পাল্টা সেঞ্চুরিতে জবাব দিলেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সোয়াল। তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। এর ফলে ৬১ বল হাতে রেখে পাওয়া এই দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে পেছনে তাকাতে হয়নি। ওপেনিং জুটিতেই ১৫৫ রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন রোহিত শর্মা ও জয়সোয়াল। রোহিত ৭৩ বলে ৭৫ রান সাজঘরে ফেরেন। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা অনায়াসেই সারেন জয়সোয়াল। নিজের চতুর্থ ওয়ানডে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ওপেনার। ১২১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১১৬ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে কোহলি অপরাজিত ছিলেন ৪৫ বলে ৬৫ রানে।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ১০৬ রানে ভর করে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই রায়ান রিকেলটনের উইকেট হারালেও টেম্বা বাভুমা এবং ডি ককের ১১৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাভুমার বিদায়ের পর অন্য প্রান্তে কেউই তেমন হাল ধরতে পারেননি।
সেঞ্চুরি পূর্ণ করে ডি ককও থাকতে পারেননি বেশিক্ষণ। ফলে ইনিংসের এক পর্যায়ে যে স্কোরটা সাড়ে তিনশ'র দিকে এগোচ্ছিল, সেটা ২৭০ রানেই থেমে যায়। এমনকি ১৩টি বল খেলতেও পারেনি প্রোটিয়ারা। ৬৭ বলে ৪৮ রান করেছেন বাভুমা, ২৯ বলে ২৯ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস।
আবা/এসআর/২৫
