চীন সফরের জন্য অনূর্ধ্ব–১৯ নারী দলের স্কোয়াড ঘোষণা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ | অনলাইন সংস্করণ

চীনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ করেই চীনের উদ্দেশে রওনা দেবে দলটি। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত ১৪ সদস্যের দলে রয়েছেন চলমান পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতসহ অধিকাংশ ক্রিকেটার। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিনকে।
জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল এই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চীন সফরে যাচ্ছে। মূলত সম্পর্ক উন্নয়নকেই কেন্দ্র করে এই সফর আয়োজন করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর চীনে পৌঁছাবে দলটি। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষে ২২ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে যুবাদের।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের স্কোয়াডে আছেন অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, ববি খাতুন, কুমারি শ্রাবণী, অতসী মজুমদার, জেরিন তাসনিম ও লামিয়া মৃধা। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিন।
চীন সফরের সূচি অনুযায়ী প্রথম টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর হাংজুতে, দ্বিতীয় ম্যাচ ১৯ ডিসেম্বর এবং তৃতীয় টি–টোয়েন্টি হবে ২১ ডিসেম্বর একই ভেন্যুতে।
