সবার আগে যুব বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ | অনলাইন সংস্করণ

আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগেই আসন্ন আসরের জন্য নিজেদের অনূর্ধ্ব-১৯ দল চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যুব বিশ্বকাপে দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহান ইউসুফ।
চলমান এশিয়া কাপে যে দল নিয়ে পাকিস্তান অংশ নিচ্ছে, সেই স্কোয়াডে কেবল একটি পরিবর্তন এনে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্যে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তানের যুবারা।
সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে এবং এই ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে পাকিস্তান। যুব বিশ্বকাপে পাকিস্তান রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে গঠিত গ্রুপে।
ত্রিদেশীয় সিরিজ ও যুব বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজার ও মেন্টরের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। বোলিং কোচ হিসেবে থাকবেন রাও ইফতিখার, আর হেড কোচ ও ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন শহীদ আনোয়ার।
ঘোষিত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক ফারহান ইউসুফ ছাড়াও উসমান খান, আব্দুল সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহর, হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ ও উমর জাইব।
