পর্তুগালের ক্লাবে নাম লেখালেন ৪১ বছর বয়সী সিলভা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

পর্তুগালের ক্লাব পোর্তেতে নাম লিখিয়েছেন ৪১ বছর বয়সী চেলসি ও পিএসজির সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা। ঘরের ক্লাব ফ্লামিনেন্সে দুই বছর কাটিয়ে তিনি পর্তুগিজ ক্লাবটিতে যোগ দিয়েছেন, যিনি তার প্রজন্মের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত।
পর্তুগিজ ক্লাবের এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছেন সিলভা। এরপর তিনি ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের হয়ে খেলেছেন এবং সিরি আ শিরোপা জিতেছেন।
২০১২ সালে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর ২০২০ সালে প্যারিস ক্লাব ছেড়ে সিলভা চেলসিতে নাম লেখান। চেলসির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ও করেন।
বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত ৩২টি শিরোপা রয়েছে সিলভা’র ঝুলিতে। তবে ব্রাজিল জাতীয় দলে কার্লো আনচেলত্তির অধীনে এখনও ডাক পাননি তিনি।
