মাঠে হার্ট অ্যাটাক, মারা গেলেন ঢাকার সহকারী কোচ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১২ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উৎসবের মাঝেই নেমে এলো শোকের ছায়া। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সিলেট স্টেডিয়ামে দলের খেলোয়াড়দের নিয়ে গা গরম করাচ্ছিলেন মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাঠে লুটিয়ে পড়েন। ঢাকা ক্যাপিটালস সূত্র জানায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।
তাৎক্ষণিকভাবে মাঠেই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দেশবরেণ্য এই কোচের মৃত্যু হয় বলে জানা গেছে।
এমন মর্মান্তিক ঘটনায় সিলেট স্টেডিয়ামজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিপিএলকে সামনে রেখে মাত্র কয়েক দিন আগেই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদদের মতো জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও তিনি কাজ করেছেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং প্যানেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
