নোয়াখালীকে হারিয়ে সিলেটের অবিশ্বাস্য জয়
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:৫৮ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

বিপিএলে অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে নোয়াখালীকে ১ উইকেটে পরাজিত করেছে সিলেট। বিপিএলের চতুর্থ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে একেবারে শেষ বলে।
ইনিংসের শেষ ৩ ওভারে ২৪ রানের দরকার থাকা সিলেটের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মেহেদি হাসান রানা। ১৮তম ওভার থেকে তিনি মাত্র ৫ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন, যা ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেয়। ১৯তম ওভারেও মাত্র ৬ রান দিয়ে বোলিং করেন হাসান। শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ১৩ রান, যা তারা এক ছক্কা ও চার মেরে সহজেই পূরণ করে।
একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা বোধহয় অনায়াসেই জিতে যাচ্ছে সিলেট টাইটান্স। তবে ১৮তম ওভারে হ্যাটট্রিক করে ম্যাচের চিত্রপট পাল্টে দেন মেহেদী হাসান রানা। শেষ ২ ওভারে তখন সিলেটের জয়ের জন্য দরকার ১৯ রান। ১৯তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন হাসান মাহমুদ। শেষ ওভারে দরকার আরও ১৩ রান, প্রথম দুই বল ডট এবং তৃতীয় বলটা করেন নো। ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন ইথান ব্রুকস। পরের বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। শেষ ২ বলে যখন ২ রান দরকার, তখনই রানআউটে কাটা পড়েন ব্রুকস। পরের বলটা ওয়াইড হলে শেষ বল থেকে দৌড়ে ১ রান নিয়ে ১ উইকেটের জয় পায় সিলেট টাইটান্স।
আবা/এসআর/২৫
