আইএল টি-টোয়েন্টিতে সাকিবের ম্যাচসেরা পারফরম্যান্স

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে উইকেট না পেলেও বল হাতে দারুণ এক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। আর ব্যাট হাতে খেলেছেন দলের সবচেয়ে আগ্রাসী ইনিংস। তার এমন পারফরম্যান্সের দিনে বড় জয় পেয়ে এমআই এমিরেটসও নিশ্চিত করেছে আইএল টি-টোয়েন্টির ফাইনাল। আর এদিন ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাবিক আল হাসান।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে আবুধাবি নাইট রাইডার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এমআই এমিরেটস। ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সাকিবের দল।

এদিন টাইগার অলরাউন্ডার ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচ করেন। আর ব্যাট হাতে ৫ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩৮ রান করেন।

বাঁচা-মরার ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নামলেও এমআই এমিরেটসের শুরুটা খুব একটা ভালো ছিল না। মন্থর ব্যাটিংয়ে ৭.১ ওভারে তারা স্কোরকার্ডে যোগ করে মাত্র ৩৬ রান। এর মধ্যে হারায় দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার (৫) ও মুহাম্মদ ওয়াসিমকে (১০)। তবে তৃতীয় উইকেটে টম ব্যান্টন ও সাকিব মিলে ম্যাচের চিত্র বদলে দেন। দুজন কোনো সুযোগই দেননি আবুধাবির বোলারদের। তাদের ৮২ রানের জুটিতে নিশ্চিত হয়ে যায় জয়। যদিও জয় পাওয়ার এক বল আগে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব। তবে অপরাজিত ছিলেন ব্যান্টন। ৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেন তিনি। আবুধাবির বোলারদের মধ্যে অজর কুমার ১৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট ‍তুলে নেন। ২০ রান খরচায় ১ উইকেট নেন সুনীল নারিন।

 

আবা/এসআর/২৫