ভারতে না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ : বিসিবি সভাপতি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২২:৪৬ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় সৃষ্ট সাম্প্রতিক জটিলতাকে কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। দুই দফায় আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বিসিবি। তবে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১০ জানুয়ারি) একথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুলবুল জানিয়েছেন, শনি-রোববার দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বিসিবি। শেষ চিঠিতে নিরাপত্তাসংক্রান্ত যে জটিলতা সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে বলেও জানান তিনি।
শোনা যাচ্ছে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নেয়া হতে পারে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে। বিসিবি জানিয়ে দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না টাইগাররা। এ নিয়ে আইসিসির সঙ্গে চিঠি চালাচালিও করেছে বিসিবি। নিরাপত্তার কারণে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিতে চায় বাংলাদেশ।
এদিকে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার একটি গুঞ্জনও শোনা যাচ্ছে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।
বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব আইসিসি বাতিল করলে কী করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে তার বিশ্বাস শ্রীলঙ্কাতেই এই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
আবা/এসআর/২৫
