বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব পিসিবির
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৭:১২ | অনলাইন সংস্করণ

ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর ম্যাচ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া সম্ভব না হলে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।
পিসিবি সূত্র জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং বিশ্বকাপ আয়োজনের জন্য পাকিস্তানের সব ভেন্যুই পুরোপুরি প্রস্তুত রয়েছে। দেশটি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ও আইসিসি নারী বাছাইপর্বসহ একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে, যা তাদের সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এর আগে, ৪ জানুয়ারি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্ত আসে আইপিএল থেকে হঠাৎ করে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর। এরপরই বিসিবি জরুরি সভা ডেকে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ম্যাচ স্থানান্তরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করে।
প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিবি জানিয়েছে, তারা নিজেদের সিদ্ধান্তেই অটল রয়েছে।
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আজ বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।” বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও পুনর্ব্যক্ত করেন, খেলোয়াড়দের নিরাপত্তাই বোর্ডের প্রধান অগ্রাধিকার এবং এ বিষয়ে তারা অবস্থান পরিবর্তন করবে না।
এদিকে পিসিবি স্পষ্ট করেছে, শ্রীলঙ্কায় ভেন্যু সংকট দেখা দিলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত। তবে বিষয়টি নিয়ে এখনো আইসিসির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু করার কথা। এরপর একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সূচি রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে হওয়ার কথা।
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
