ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বরখাস্ত জাবি, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

বরখাস্ত জাবি, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিলো রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো জাবি আলোনসোকে। তার জায়গায় রিয়ালের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়াকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার এক বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সম্পর্ক ছিন্নের বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

রিয়াল মাদ্রিদ বলছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ জাবি আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করা হয়েছে। সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

আলোনসোর বিদায়ের পর ঘরের ছেলে আলভারো আরবেলোয়ার ওপরই ভরসা রেখেছে রিয়াল। ২০২০ সাল থেকে ক্লাবের যুব দলের দায়িত্বে ছিলেন ৪২ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে দুই মেয়াদে (২০০৪-০৫ এবং ২০০৯-১৬) ১৫৩ ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য এবার মূল দলের গুরুদায়িত্ব কাঁধে নিলেন।

নতুন কোচের অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় শুরু হবে।

আবা/এসআর/২৫

রিয়াল,কোচ,বরখাস্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত