নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২২:২১ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে কোয়াব। আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের প্রথম ম্যাচ তথা দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার আলটিমেটাম দিয়েছে সংস্থাটি।
বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছে।
এক জুম মিটিং সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হলে সব ধরনের খেলা বন্ধে রাখবেন ক্রিকেটাররা। যার অর্থ ক্রিকেটাররা আগামীকালের বিপিএল ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘নাজমুল ইসলামের মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। ক্রিকেটারদের নিয়ে তার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর আজ ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দিয়েছেন এই পরিচালক।
আবা/এসআর/২৫
