ঘরের মাটিতে ভারতকে ৭ উইকেটে হারের স্বাদ দিলো নিউজিল্যান্ড

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ড্যারিল মিচেলের অপরাজিত ১৩১ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার (১৪ জানুয়ারি) ইন্দোরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ওপেনারদের ধীর শুরুর পর ছন্দে ফিরেন শুভমান গিল, যিনি ৫৬ রান করেন। 

তবে মিডল অর্ডারে দ্রুত উইকেট হারিয়ে ১১৮ রানে চার উইকেট পড়ে যায় স্বাগতিকদের। এমন অবস্থায় দলের হাল ধরেন কেএল রাহুল। এক প্রান্ত আগলে রেখে শেষ দিকে গতি বাড়ান তিনি। ১১২ রানে অপরাজিত থেকে ভারতের স্কোর দাঁড় করান ৫০ ওভারে ২৮৪/৭–এ।

পরে ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলাস দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে সফরকারীদের ওপর। তবে তিন নম্বরে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ড্যারিল মিচেল। উইল ইয়ংয়ের সঙ্গে তার ১৬২ রানের জুটিতে ম্যাচ পুরোপুরি নিউজিল্যান্ডের দিকে ঘুরে যায়।

ইয়াং ৮৭ রান করে আউট হলেও মিচেল থামেননি। ৯৬ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১১৭ বলে অপরাজিত ১৩১ রান করেন তিনি। গ্লেন ফিলিপস ৩২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। ৪৭.৩ ওভারে ২৮৬ রান তুলে নেয় নিউজিল্যান্ড, যা ভারতের মাটিতে তাদের সর্বোচ্চ সফল ওয়ানডে রান তাড়া।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

 

আবা/এসআর/২৫