ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিসিবি। একই সঙ্গে আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধ করে দেওয়া হতে পারে।
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ‘বিস্ফোরক’ ও ‘সম্মানহানিকর’ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। তার এসব বক্তব্যের জেরে ক্রিকেট অঙ্গনে তীব্র অসন্তোষ তৈরি হয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দেয়।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসে বিসিবি। বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের আপত্তির পরিপ্রেক্ষিতে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, আর্থিকভাবে দেউলিয়া হওয়া অথবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত না থাকলে কোনো পরিচালক পদ শূন্য হয় না। এসব কোনো শর্তই নাজমুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পরিচালক পদ থেকে সরানোর সুযোগ নেই। এই অবস্থায় আপাতত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বোর্ড।
সংকট সমাধানে গত গভীর রাতে বিসিবি ও কোয়াব নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচে ক্রিকেটাররা অংশ না নিলে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হবে। ফলে খেলোয়াড়দের অবস্থানই এখন বিপিএলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
উল্লেখ্য, তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ‘ভারতের দালাল’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। পাশাপাশি বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে বিসিবির কোনো ক্ষতি নেই, বরং ক্রিকেটাররাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কারণ ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস তারাই পান।
এ বিষয়ে আরও মন্তব্য করতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, পারফরম্যান্স খারাপ হলে যখন ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তখন ক্ষতিপূরণ দেওয়ার যৌক্তিকতা কোথায়।
এই বক্তব্যের পরই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গতকাল রাতে সাংবাদিকদের সঙ্গে এক জুম বৈঠকে বলেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।
