শঙ্কার মেঘ কেটে অবশেষে মাঠে গড়াচ্ছে বিপিএল
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ | অনলাইন সংস্করণ

বিপিএল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। বৃহস্পতিবার দিনভর নাটকীয় পরিস্থিতির পর অবশেষে পাওয়া গেছে স্বস্তির খবর। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে, আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ১৫ জানুয়ারির যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি, সেগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
কোয়াবের সদস্যদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে বিপিএল পুনরায় মাঠে গড়ানোর বিষয়ে বিস্তারিত জানান মিঠু। তিনি বলেন, ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারির ম্যাচের টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা দেখতে পারবেন।
প্লে-অফের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত সূচি অনুযায়ী ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে।
১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ হবে চট্টগ্রাম রয়্যালস। ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।
এর আগে, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার ক্রিকেটাররা বিপিএল বয়কট করেন। এর পরপরই বিসিবি সাময়িকভাবে বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরে রাতে আলোচনার মাধ্যমে সব পক্ষের সমঝোতায় শেষ পর্যন্ত আবার মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।
