ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও তারা নিশ্চিত আশ্বাস পেয়েছে যে, তাদের নির্ধারিত ম্যাচসূচিতে কোনো পরিবর্তন আসবে না এবং আয়ারল্যান্ডের সব গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আমরা পরিষ্কারভাবে নিশ্চিত হয়েছি যে সূচি অপরিবর্তিত থাকবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো আমরা শ্রীলঙ্কাতেই খেলব।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৮ মার্চ। আয়ারল্যান্ড খেলবে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে, বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে একাধিক দফা ভার্চুয়াল আলোচনার পর গত শনিবার ঢাকায় বিসিবি ও আইসিসির মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিসির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ।

বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠক শেষে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। তবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবটি আইসিসি কিংবা আয়ারল্যান্ড— কারোরই সমর্থন পায়নি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।