শেষ বলের নাটকীয়তায় রংপুরের বিদায়, কোয়ালিফায়ারে সিলেট

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:২০ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

শেষ বলের ছক্কায় নাটকীয় জয় তুলে নিয়ে রংপুর রাইডার্সকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। এলিমিনেটর ম্যাচে সহজ লক্ষ্য তাড়ায় নামলেও শেষ মুহূর্ত পর্যন্ত চাপের মধ্যেই থাকতে হয় সিলেটকে। তবে ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের দৃঢ়তায় শেষ হাসি হাসে তারা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে নুরুল হাসান সোহেনের দল। টপঅর্ডারের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পারে মাত্র ১১১ রান। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট।

এদিন রংপুরের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। খুশদিল শাহ ১৯ বলে করেন ৩০ রান। অধিনায়ক সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। এছাড়া ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১, কাইল মেয়ার্স ৮, ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মুস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন।

সিলেটের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন খালেদ আহমেদ, তিনি একাই নেন ৪ উইকেট। ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে সিলেট টাইটান্স। মাত্র ২৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ম্যাচে উত্তেজনা বাড়ায় তারা। তবে স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৫০ রানের জুটি সিলেটকে আবার ম্যাচে ফেরায়।

এই জুটি ভাঙার পর আবারও জয় হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দেয়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। ফাহিম আশরাফের করা ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান ক্রিস ওকস। ফলে তিন উইকেট হাতে রেখে শেষ বলেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

সিলেটের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ করেন ১৮ রান করে। আরিফুল ইসলাম ১৭ রান যোগ করেন। অপরাজিত থাকেন ক্রিস ওকস ১০ ও খালেদ আহমেদ ১ রানে।

এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্সের এবারের আসর শেষ হলো, আর নাটকীয় এক জয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিল সিলেট টাইটান্স।