বিশ্বকাপ ইস্যুতে বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে বিশ্বকাপে না খেলার অবস্থানে অনড় বাংলাদেশ, অন্যদিকে নিজেদের সিদ্ধান্তে অটল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে—ভারতের মাটিতে খেলতে না এলে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে। এমন পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশের হাতে সময় আছে শুধু আজ বৃহস্পতিবার পর্যন্ত।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এরপর আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও জরুরি সভা শেষে আইসিসি জানিয়ে দেয়—বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
এই অবস্থায় আইসিসির বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা এবং বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাদের মতামত জানতেই এই বৈঠক। এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছিলেন, বিশ্বকাপে খেলার বিষয়ে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি।
সরকারি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার বাংলাদেশের বিশ্বকাপে না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। সেখানে বাংলাদেশের পক্ষে কেবল পাকিস্তান ভোট দেয়। বাকি সদস্য দেশগুলোর অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষে। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থনেও আইসিসির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
আইসিসির গভর্নিং বডি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টার সময় দিয়েছে সিদ্ধান্ত জানানোর জন্য। পাশাপাশি তারা দাবি করেছে, ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো উদ্বেগের কারণ নেই।
