সিদ্ধান্ত চূড়ান্ত, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:১১ | অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে বোঝানোর মতো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
একই সঙ্গে ভারত সরকারও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে জানান তিনি। আসিফ নজরুলের দাবি, এই পরিস্থিতিতে আইসিসি থেকে ন্যায্যতা পায়নি বাংলাদেশ।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখনো আইসিসির পুনর্বিবেচনার অপেক্ষায় রয়েছে। ভেন্যুর নিরাপত্তা ইস্যু নতুন করে বিবেচনা করা হবে—এমন প্রত্যাশাই বাংলাদেশের।
নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব নয় বলেও ইঙ্গিত দেন ক্রীড়া উপদেষ্টা।
