হেলিকপ্টারে মাঠে এলো দুবাইয়ে তৈরি হীরাখচিত বিপিএল ট্রফি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

এবারের বিপিএল ট্রফি এসেছে সম্পূর্ণ নতুন চেহারায়। দুবাইয়ে সুনিপুণ নকশায় তৈরি করা হয়েছে ২৫ লাখ টাকা মূল্যের হীরাখচিত এই ট্রফি। শুধু নকশা নয়, মাঠে ট্রফির আগমনও হয়েছে ব্যতিক্রমী আয়োজনে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

তার আগে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্ট শুরুর আগ থেকেই ২৫ লাখ টাকা ব্যয়ে তৈরি বিপিএলের নতুন ট্রফি নিয়ে আলোচনা চলছিল। ফাইনালের আগে পর্যন্ত ট্রফিটি জনসম্মুখে না আনা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। অবশেষে আজ ফাইনাল ম্যাচের আগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ট্রফির উন্মোচন করা হয়।

লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে নিয়ে আসেন যুব দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর ট্রফিটি মাঠে একটি বিশেষ কেসের ওপর স্থাপন করা হয়।

দুই দলের অধিনায়ক ট্রফির পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন। পরে রঙিন ফিতা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফিকে বরণ করে নেওয়া হয়, যা ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। একই দিনে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে পরাজিত করে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স।