চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০২ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। একপেশে এই ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে ট্রফি ঘরে তুললো রাজশাহী। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে যেন পাত্তাই দিলো না রাজশাহী ওয়ারিয়র্স।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম দলকে ভালো শুরু এনে দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তোলে তারা। ফারহান ধীরস্থিরভাবে খেললেও তানজিদ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক।

৮৩ রানের মাথায় ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান। এরপর তিন নম্বরে নেমে সাবলীল ব্যাটিং করেন কেইন উইলিয়ামসন। তানজিদ তুলে নেন দুর্দান্ত ফিফটি, এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন। চার-ছক্কায় চট্টগ্রামের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি।

শেষ পর্যন্ত ৬২ বলে ১০০ রান করে আউট হন তানজিদ। তার ইনিংসে ছিল ঝকঝকে ব্যাটিংয়ের প্রদর্শনী। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করেন। শেষ দিকে জিমি নিশাম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী।

চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও হাসান নওয়াজ দ্রুত ফিরে যান। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪১ রান ছিল তাদের।

এক প্রান্ত আগলে রেখে খেলেন ওপেনার মির্জা তাহির বেগ। তিনি ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। তবে অন্য প্রান্তে কেউই তাকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি। শেখ মেহেদী হাসানসহ মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানে পিছিয়ে পড়ে চট্টগ্রাম।

শেষ দিকে আসিফ আলী কিছুটা লড়াই করলেও তাতে ম্যাচে ফেরার সুযোগ ছিল না। ১৬ বলে ২১ রান করে তিনি আউট হন। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

 

আবা/এসআর/২৫