টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২০:০৯ | অনলাইন সংস্করণ

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে অবশেষে আনুষ্ঠানিকভাবে থেকে বাদ পড়ল বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খবর ক্রিকবাজের।

শনিবার বিকাল তিনটার দিকে ক্রিকবাজে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে স্কটল্যান্ডই খেলবে বাংলাদেশের জায়গায়।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির সিদ্ধান্তে সম্মতি না দেওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আইসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত শনিবার সকালে এক চিঠিতে আইসিসি বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানান, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠিতে উল্লেখ করা হয়, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে অন্য দেশকে সুযোগ দেওয়া ছাড়া বিকল্প ছিল না। ওই চিঠির কপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়।

একই সঙ্গে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে আইসিসি। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দুবাই ও এডিনবরার মধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই শুরু হয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট টানাপড়েন। বাংলাদেশের তারকা পেসারকে আইপিএল থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেয়া হয় আইসিসিকে। এ ছাড়া গ্রুপ পরিবর্তনের আরজিও দেয়া হয়েছিল। কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব দাবি নাকচ করে দেয় আইসিসি।

সংস্থাটি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা খেলবে না। এরপরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স ও বর্তমান র‍্যাঙ্কিং (১৪তম) বিবেচনায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে তৃতীয় হয়েছিল তারা।

২০২২ সালে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও সুপার টুয়েলভে উঠতে পারেনি স্কটল্যান্ড। ২০২১ সালে তারা গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও সুপার টুয়েলভে জয়শূন্য ছিল।