বিসিবিতে হারানো পদ ফিরে পেলেন পরিচালক নাজমুল
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪১ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন পরিচালক এম নাজমুল ইসলাম। সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। শুরুর দিকে নির্ধারিত সময়ে সাড়া না দেওয়ায় ফাইন্যান্স কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিলো।
গতকাল শনিবার বিসিবির একটি দীর্ঘ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিপিএল, বিশ্বকাপ, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এই সভাতেই আনুষ্ঠানিকভাবে পদ ফিরে পেয়েছেন তিনি।
নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হয়। নাজমুল নির্ধারিত সময়ের পরে জবাব দেন এবং ডিসিপ্লিনারি কমিটিকে তার অবস্থান জানান, যা বিসিবির কাছে সন্তোষজনক মনে হয়। এর ফলে তিনি হারানো পদ ফিরে পান।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে নাজমুল জানান, কয়েকদিন ধরে আলাপ চলছিল। এরপর গতকাল ফরম্যালি আমাকে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এখন থেকে নিজের অর্থ কমিটির দায়িত্ব পালন করতে পারবেন।
