মালদ্বীপকে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আজ (রোববার) আসরের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের নারী দল। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে থাইল্যান্ডের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক সাবিনা খাতুন দুই অর্ধে দুটি করে চার গোল করেছেন। এছাড়া লিপি আক্তার করেছেন হ্যাটট্রিক।

এদিন ম্যাচের শুরুতেই আত্মঘাতি গোলে বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়েছিল, তবে সাবিনা খাতুনের গোলে সমতা ফিরে পায় দল। এরপর সাবিনার আরো দুটি গোল ও লিপি আক্তারের একটি গোলসহ বাংলাদেশ ৬-১ ব্যবধানে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামে। ২৩ মিনিটে সাবিনার গোল দিয়ে শুরু। এরপর সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেরুন আক্তরের এক গোলের পাশাপাশি লিপির তৃতীয়, কৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের ব্যবধান বেড়েছে। ম্যাচের শেষ দিকে মাসুরা পারভীন আরো দুই গোল করেছেন। একই সময়ে মালদ্বীপের পক্ষ থেকে একমাত্র গোলটি করেন মারিয়াম নুরা।

এর আগে, ভারতকে ৩-১ গোলে পরাজিত করে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাবিনার দল। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ৬-৩ গোলে। পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। মোট ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারী দল।