বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সেমিফাইনালের পথে বাংলাদেশ

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ২০:১৪ | অনলাইন সংস্করণ

যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে কুয়েতকে ২২৭ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (২৫ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‌‘বি’ এর ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুয়েত।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮৫ রানের জুটি গড়েন অপর ওপেনার মাহফিজুল এবং আইচ মোল্লা। মাহফিজুল খেলেন ১১৯ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। শেষ দিকে মেহরবের ২৪ বলে ৪২ রানের ব্যাটিংয়ে ৪৯.২ ওভারে ২৯১ রান তুলে অল-আউট হয় বাংলাদেশ।

কুয়েতের হয়ে ৪০ রানে ৩ উইকেট নেন আব্দুল সাদিক। ২টি করে উইকেট নিয়েছেন মুহাম্মদ উমর এবং হেনরি থমাস।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভারে মাত্র ৭ রান তুলতেই ৩ উইকেট হারায় কুয়েত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৪ রান। সেখান থেকে অষ্টম উইকেটে ২৭ রান যোগ করেন অধিনায়ক-ওপেনার মিত ভাবসার ও মির্জা আহমেদ। এ জুটির কল্যাণে ৬০ পেরোয় কুয়েতের সংগ্রহ। মিত করেন ৪০, মির্জার ব্যাট থেকে আসে ১১ রান। এ ছাড়া বাকি কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এ ছাড়া রাকিবুল হাসান ও এসএম মেহরব হাসান নেন ২টি করে উইকেট।

এদিকে পরপর দুই ম্যাচে বাংলাদেশের বিশাল জয় সেমিফাইনালের পথও সুগম করে দিয়েছে। রোববার নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচে নেপাল হারলে গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। অন্যথায় অপেক্ষা করতে হবে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য।