logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, নভেম্বর ১৮, ২০১৯
মন ভাঙল ইলিয়ানার
বিনোদন ডেস্ক

অনুরাগ বসুর বরফি দিয়ে বলিউডে পা রাখেন ইলিয়ানা ডিক্রুজ। এরপর রুস্তম, রেইড কিংবা হালফিলের পাগলপন্থিসহ বলিউডে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন এ সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি সিনেমার পাশাপাশি নতুন করে পেজ থ্রির শিরোনামে উঠে আসতে শুরু করেন ইলিয়ানা। নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের বন্ধু অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে ইলিয়ানার বিচ্ছেদ। অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে বিচ্ছেদের পর মন ভেঙে যায় ইলিয়ানার। শোনা যায়, বিচ্ছেদের পর কাছের বন্ধু অজয় দেবগনের কাছে ছুটে যান ইলিয়ানা। বিচ্ছেদের বিষয় নিয়ে ইলিয়ানাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। কারণ একটি সম্পর্ক মানে দুজনের সম্মতি নিয়ে এগোনো। সেখানে বিচ্ছেদ হওয়া মানে চুপ থাকাই ভালো। কারণ একজন মুখ খুললে, অন্যজনের সেটা ভালো না লাগতেই পারে। সে কারণেই বিচ্ছেদ নিয়ে তিনি কোনো কথা বলবেন না বলে স্পষ্ট জানান ইলিয়ানা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]