ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রথমার্ধে বিধ্বস্ত ফ্রান্স

প্রথমার্ধে বিধ্বস্ত ফ্রান্স

লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মেসির পরে ডি-মারিয়ার গোলে বিধ্বস্ত ফ্রান্স। ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের ২১তম মিনিটে আসে প্রথম গোল। ডি-বক্সের ভিতরে অ্যানহেল ডি মারিয়াকে ফাউল করে ফেলে দিলেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। ফলে রেফারি পেনাল্টির সংকেত দিয়ে দিলেন। যেখান থেকে গোল করে দলকে শুরুতেই এগিয়ে নেন মেসি।

৩৫ মিনিটে দ্বিতীয় গোল আর্জেন্টিনার। ২-০ আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন ডি'মারিয়া। গোলের প্রেক্ষাপট তৈরি করলেন সেই মেসিই। ফ্রান্সের রক্ষণের বুক চিড়ে তার বাড়ানো সোনালি পাস পান ম্যাক অ্যালিস্টার। সেখান থেকে বল পান ডি'মারিয়া। দুরন্ত গোল মেসির সতীর্থের। গোল করে কেঁদে ফেলেন ডি'মারিয়া।

শিরোপা জয়ের লড়াইয়ে ৪-২-৩-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে ফ্রান্স। আর আর্জেন্টিনা মাঠে নামছে ৪-৪-২ ফরমেশন নিয়ে।

বিশ্বকাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত