ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বীরগঞ্জে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুর রহমান রিভা (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কবিরাজহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আতিকুর রহমান রিভা উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মো: মনসুর আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি।

বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার বিকেলে কবিরাজহাট এলাকায় অভিযান চালায়। এসময় আতিকুর রহমান রিভার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে রাজনৈতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে রিভাকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মাদক,ছাত্রলীগ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত