ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহের কারণে প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন অসহায় ও দুঃস্থ মানুষরা। তাদেরকে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করা হয়।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল এবং দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, দেবহাটা জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন সুধীজন।

প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, এই শীতের সময়ে অসহায় শীতার্ত মানুষদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে অসহায় মানুষদের কল্যাণে কাজ করা উচিত।

ইউএনও এই ধরনের মানবিক উদ্যোগের জন্য রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বস্ত্র বিতরণ,রিপোর্টার্স ক্লাবের আয়োজন,দেবহাটা রিপোর্টার্স ক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত