ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে ৪০০ আদিবাসীদের মাঝে মুরগির খাবার বিতরণ

বীরগঞ্জে ৪০০ আদিবাসীদের মাঝে মুরগির খাবার বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে ৪০০ জন আদিবাসী পরিবারের মাঝে বিনামূল্যে ৫০ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (তারিখ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রকল্পের আওতায় এই উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহী।

তিনি বলেন, "সরকার সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করছে। তবে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আদিবাসীদেরও সচেষ্ট হতে হবে।"

এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সিদ্দিক হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার আদিবাসী প্রতিনিধিরা।

আদিবাসী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত