ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্মকে ব্যবহার করি না, ধর্ম আমাদের কাজের অংশ: জামায়াত আমির

ধর্মকে ব্যবহার করি না, ধর্ম আমাদের কাজের অংশ: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মকে ব্যবহার করি না; ধর্ম আমাদের কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে, তসবিহ হাতে হাজির হন—তারাই ধর্মকে ব্যবহার করেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জামায়াত ক্ষমতায় গেলে দেশের স্বার্থে জাতীয় সরকার গঠন করবে বলে জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০০ আসনে এককভাবে বিজয়ী হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াত জাতীয় সরকারই গঠন করবে।

জামায়াত আমির জানান, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেয়া হবে।

ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা মনে করি নির্বাচন নির্ধারিত সময়েই, ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। দেশ ক্ষতির মুখে পড়ুক, এটা আমরা চাই না।

ডা. শফিকুর রহমান জানান, বৈঠকে ইইউ প্রতিনিধিরা জামায়াতের—রোহিঙ্গা সমস্যা, সবার নিরাপত্তা, নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এ সময় তিনি তাদের আশ্বস্ত করে বলেন, ক্ষমতায় এলে তার দল ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গড়ে তুলবে।

তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক শক্তিকে বাদ দেব না। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং দুর্নীতি রোধে আগামী পাঁচ বছর জাতীয় সরকার প্রয়োজন।

জামায়াত আমির বলেন, জামায়াত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে।

জামায়াত আমির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত