সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পঞ্চমী তিথিতে স্বরস্বতী পূজা উপলক্ষে শুরু হয়েছে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী দই মেলা। সোমবার থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী মেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশের তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায়বাহাদুর রশিক রায় মন্দিরের মাঠে প্রথম এই দই মেলার প্রচলন করেছিলেন। তখন থেকেই প্রতি বছর স্বরস্বতী পূজার দিন জমিদার বাড়ির সম্মুখে শিবরায় মন্দিরের মাঠে আয়োজন করা হয় এই মেলা। কথিত আছে, জমিদার রায়বাহাদুর নিজেও দই অত্যন্ত পছন্দ করতেন এবং এই দিনে অতিথিদের আপ্যায়নে দই পরিবেশন করতেন। সেই ঐতিহ্য এখনও অব্যাহত রয়েছে।
মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসা মানুষজন দইসহ নানা ধরনের খাবার উপভোগ করছেন। বিশেষ করে জামাইরা তাদের শ্বশুরবাড়ির জন্য দই কেনায় বেশি আগ্রহী। মেলায় বগুড়ার শেরপুরের দই, ক্ষীরসা দই, শাহী দই, চান্দাইকোনার দই, টক দই, শ্রীপুরী দইসহ বিভিন্ন স্বাদের দই পাওয়া যাচ্ছে। দইয়ের পাশাপাশি হরেক রকমের খাদ্য সামগ্রীও মেলায় বিক্রি হচ্ছে।
দই ব্যবসায়ীরা জানিয়েছেন, দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ ও দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি দই ১৮০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা দই বিক্রি করে লাভবান হচ্ছেন।
আগামী বুধবার বিকেলে শেষ হবে এই দই মেলা।
ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে তাড়াশ এলাকায় আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে এবং উৎসবের আমেজে মেতে উঠেছে স্থানীয় বাসিন্দারা।