ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহিত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হল, মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে শাহ আলম (৪০) ও একই ইউনিয়নের দেবাঙ্গ পাড়ার আব্দুল লতিফের ছেলে মো. আদিল ওরফে আদিল্ল্যা (৩৫) এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে আব্দুল জলিল (২৯)।

আ. ম. ফারুক বলেন, শুক্রবার ভোর রাতে কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের দূর্বৃত্ত চক্রের কাছ থেকে সংগৃহিত একটি অস্ত্রের চালান অন্যত্রে প্রেরণের জন্য কতিপয় লোকজন অবস্থানের খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩ জন লোক একটি ইজিবাইক ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ধাওয়া তাদের আটক করতে সক্ষম হয়। এসময় ইজিবাইকটি তল্লাশী চালিয়ে বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি খুলে পাওয়া যায় ১ টি বিদেশি অটোমেটিক রাইফেল, ৬১ টি রাইফেলের গুলি, ৮ টি পিস্তলের গুলি ও কয়েকটি মোবাইল ফোন। এসময় পরিবহন কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। “

আটকদের স্বীকারোক্তির বরাতে রর‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ চিহ্নিত অস্ত্র ব্যবসায়ি শাহ আলম রোহিঙ্গা ক্যাম্পের একটি দূর্বৃত্ত চক্রের কাছ থেকে উদ্ধার অস্ত্রের চালান সংগ্রহ করেন। পরে শাহ আলম বিকাশের মাধ্যমে ইজিবাইক চালক আব্দুল জলিলের কাছে টাকা পাঠান। টাকা বুঝে পাওয়ার জলিল নিজের গাড়ী যোগে অস্ত্রের চালানটি নিয়ে কক্সবাজার আসছিলেন। কক্সবাজার পৌঁছার পর অস্ত্রের চালানটি শাহ আলম ও আদিলের কাছে হস্তান্তর করার কথা ছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান, এএসপি আ. ম. ফারুক।

আটক,আগ্নেয়াস্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত