ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে সরকারি চাল ও আটার মোড়ক পাল্টে বিক্রির প্রস্তুতি, আটক ১

দিনাজপুরে সরকারি চাল ও আটার মোড়ক পাল্টে বিক্রির প্রস্তুতি, আটক ১

দিনাজপুরে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুত করে বস্তা বদল এবং বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। এ সময় অভিযান চালিয়ে এক টন আটা ও দেড় টন চাল আটক করা হয়েছে। খাদ্য বিভাগ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকায় প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব চাল ও আটা আটক করে।

দিনাজপুর জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ জানান, সরকারি আটা ও চাল অবৈধভাবে মজুত করে বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। অভিযানে মুক্তার হাসানের ছেলে রানার (৩৫) বাড়ির ভেতরে থাকা একটি গুদাম থেকে প্রায় এক টন আটা এবং দেড় টন চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি ওজনের ১৯টি আটার বস্তা, ৫০ কেজি ওজনের চালের ১০টি বস্তা, ২৫ কেজি ওজনের চালের ৩৮টি বস্তা এবং ৩০ কেজি ওজনের চালের তিনটি বস্তা। পরে এসব মালামাল জব্দ করে নিয়ে আসা হয়।

তবে অভিযানের আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ।

মোড়ক,আটক,বিক্রি,সরকারী,চাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত