ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানসহ আটক ২

ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানসহ আটক ২

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলায় যুবলীগ নেতা ও তিলাই ইউপি চেয়ারম্যান ও অপর এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারী) তাদের কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।

জানাগেছে, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় আহত ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের জনৈক আশরাফুল ইসলাম বাদী হয়ে গত ১১ ফেব্রুয়ারী ৫২ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে মামলা করে। মামলায় ২’শ থেকে ৩’শ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিলাই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান বাবলুকে আটক করে কোর্টে প্রেরণ করে।

ওসি আল হেলাল মাহমুদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত