বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে এগিয়ে নিতে হলে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত উচ্চশিক্ষা অর্জন এবং গবেষণার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করা। তিনি জানান, শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে খুব শিগগিরই একটি গবেষণা ইন্সটিটিউট চালু করা হবে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণা সুবিধা নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াস প্রামানিক। এছাড়া বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হক, পিএইচডি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।