বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে রাজবাড়ী জেলাকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, "রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই কাজী ইরাদত আলী মিলে রাজবাড়ীকে নরকে পরিণত করেছে। আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের গুন্ডা বাহিনীতে পরিণত করেছে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এই দেশে তাদের ফিরে আসার আর কোনো উপায় নেই। তাই যারা আওয়ামী লীগ করেন, তাদের বলছি—এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।"
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা আলি বালির পেছনে ছুটবেন না, আলি বালির পেছনে ছুটলে আমাকে পাবেন না। জনগণের জন্য কাজ করুন।"
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে গোয়ালন্দকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম সাহিন ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মনজুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইউবুর রহমান আয়ুব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসমিন আরা পিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাহবুবসহ আরও অনেকে।