বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করে গড়ে তোলা হবে। গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ ন্যায়পরায়ণ নেতৃত্ব চায়। সরকারের ভেতরে বাইরে থাকা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাই। ফ্যাসিবাদী শক্তি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষ নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ পেয়েছে। ঠুস করে ভাষণ দেয়ার শখ জাগে পালিয়ে যাবার পর। হাসিনা ও তার দোসরদের দেশে ফিরে আসার আর সম্ভাবনা নেই। যদি আসতেই হয় ফাঁসির আসামি হয়ে আসতে হবে।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর মোঃ আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মাওলানা মোঃ আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ আবু ইসহাক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
এ গণসমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।