ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ, শিশু শ্রম ও নকল সেমাই তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডে অবস্থিত তাহের ফুড কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, কয়েক দিন আগে অভিযোগ পাওয়া যায় যে, তাহের ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে বাজারজাত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে বেগমগঞ্জ থানার পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল সেমাই তৈরি করায় তাহের ফুডের মালিক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, গত ৮ বছর যাবত ঈদুল ফিতরকে সামনে রেখে তাহের ফুড তাদের কারখানায় নকল সেমাই তৈরি করে আসছিল।

বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলাম বলেন, "নোংরা পরিবেশে বনফুল সেমাইয়ের প্যাকেটে বন্যফুল সেমাই তৈরি ও শিশুদের দিয়ে প্যাকেটিং করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

এছাড়া, চৌমুহনীতে আরও কয়েকটি সেমাই তৈরির কারখানা রয়েছে, যেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে।

জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত