বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শুক্রবার ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে (পাবলিক লাইব্রেরী সম্মুখে) পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় তার সাথে ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি বলেন, বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক।
বিভিন্ন দোকানগুলোতে দেখা যায়, বিভিন্ন শপিং সেন্টারগুলো দেখা যাচ্ছে ইংরেজি নামফলক। যেহেতু সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দেয় সেহেতু এ সবগুলো বাংলা ভাষায় যাতে করা যায় এ ধরনের একটা উদ্যোগ আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা উদ্যোগ নিতে পারি।