ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কৃষিখাত সংস্কারের দাবিতে রংপুরে কৃষক কনভেনশন

কৃষিখাত সংস্কারের দাবিতে রংপুরে কৃষক কনভেনশন

কৃষিখাত সংস্কারের দাবিতে রংপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন কনভেনশনের আয়োজন করেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর টাউন হল মাঠে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে বক্তব্য রাখেন— ভাষাসৈনিক মোঃআফজাল,বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদরানা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতুসহ সারা দেশ থেকে আগত কৃষক নেতৃবৃন্দ।

কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করা,সার - বীজ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম কমানো, ক্ষেতমজুরদের সারাবছরের কাজের নিশ্চয়তা,ভূমিহীনদের পুনর্বাসন, আর্মি -পুলিশের রেটে রেশনসহ ১৬ দফা সংস্কারের প্রস্তাব করা হয় ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু এবং সাধারণ সম্পাদক অজিত দাস বলেন, "ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিভিন্ন খাতের সংস্কার নিয়ে আলোচনা চলছে, কিন্তু কৃষিখাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। অথচ দেশের ৮০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।" আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃষক কনভেনশন আয়োজনের মাধ্যমে আমরা সরকারকে অবিলম্বে কৃষিখাত সংস্কারের উদ্যোগ উদ্যোগ নেয়ার আহ্বান জানাবো।

এই কনভেনশন সফল করার জন্য নেতৃবৃন্দ সারাদেশবাসী, বিশেষ করে রংপুরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

কৃষক,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত