সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুড়ী গ্রামের তালতলা ব্রিজের নিচে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ দেখার জন্য নারী পুরুষেরা ভিড় জমায়।
রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকালে ওই ব্রিজের নিচে ধান ক্ষেতে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং তার লাশ বিকেলের দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ হতভাগ্য ওই যুবকের নাম পরিচয় এখনও মেলেনি। তবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এবং উল্লিখিত স্থানে তার লাশ ফেলে রেখে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।