ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ময়নুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে উপপরিচালক বলেন, "স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিজস্ব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে হবে।" তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করতে ইউনিয়ন পরিষদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মামুন অর রশীদ স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

স্থানীয় সরকার,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত