দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ৭০টি গরু বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই গরু বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শাহরিয়ার মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. নাজমুল হোসেনসহ উপকারভোগী আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, গরুগুলো সঠিকভাবে লালন-পালন করলে সুবিধাভোগী পরিবারগুলো লাভবান হবে এবং দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "গরু বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন সাধন করা। বিতরণকৃত গরুগুলো থেকে আয় করে তারা নিজেদের জীবিকা আরও শক্তিশালী করতে পারবে।"