ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মহাসড়কে সেনাবাহিনীর তল্লাশি, জনমনে স্বস্তি

সিরাজগঞ্জে মহাসড়কে সেনাবাহিনীর তল্লাশি, জনমনে স্বস্তি

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার যানবাহনে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

উত্তরবঙ্গের মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মঙ্গলবার মধ্যরাতে এ কার্যক্রম শুরু করা হয়। ইতোমধ্যে এ উদ্যোগে জনমনে স্বস্তি ফিরেছে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা মহাসড়কে দূরপাল্লার যানবাহনে তল্লাশি চালিয়েছেন এবং যাত্রীদের নিরাপদ চলাচলে কাজ করছেন। বেপরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোর বিরুদ্ধে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীদের আইনের আওতায় আনা হবে এবং সেনা সদস্যরা মাদক ও অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছেন। এ তল্লাশি অভিযান প্রতিদিন চলবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হবে বলে জানান তিনি।

সেনাবাহিনী,তল্লাশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত