ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের বড়পুল এলাকা থেকে সাধারণ ছাত্র-সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বনোয়ারী লাল সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র এস.এম. তাহসিন উল হক ও আসিফ মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, "মহান আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহার ঠাঁই এই বাংলার মাটিতে হবে না। একটি মুসলিম রাষ্ট্রে এমন ঔদ্ধত্য কোনোভাবেই সহ্য করা যায় না। অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তার ফাঁসি কার্যকর করতে হবে।"

বক্তারা আরও বলেন, "দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে।"

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ৩ শতাধিক ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

বিক্ষোভ,মহানবী,কটূক্তি,প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত