দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পার্বতীপুর উপজেলার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে থেকে জেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদিত ১৯০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ শুক্রবার রাত থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হচ্ছে। এই তৃতীয় ইউনিটের জন্য দৈনিক ২ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।
তিনি বলেন, গত ১২ দিন ধরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের ট্রায়ালের কাজ শুরু করা হয়।
সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় পানির বয়লারের পাইপ ফেটে ও বিয়ারিং ভেঙে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের ১৯ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর পর থেকে ওই ইউনিটটি চালু করতে সংস্কার কাজ চালানো হচ্ছে। গত ৪ বছর ৩ মাস ধরে ২ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।